Friday, August 22, 2025
HomeScrollমুর্শিদাবাদে দুটি পৃথক ঘটনায় ধৃত ৩, উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ

মুর্শিদাবাদে দুটি পৃথক ঘটনায় ধৃত ৩, উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ

রাকিবুল ইসলাম, মুর্শিদাবাদ (ডোমকল): দুটি পৃথক অভিযানে পিস্তল সহ গ্রেফতার ৩। ধৃতদের সঙ্গে একে ওপরের যোগাযোগ ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। মুর্শিদাবাদের (Murshidabad)  ডোমকল (Domkal) এবং সাগরপাড়া থানা (Sagapara Thana) থেকে পিস্তল ও কার্তুজ সহ ওই তিন ব্যক্তির থেকে গ্রেফতার (Arrest) করা হয়।

আরও পড়ুন: গুটখার পিক ফেললেই জরিমানা! কড়া হলেন মমতা

গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ ডোমকল থানা এলাকা থেকে এক ব্যক্তিকে দুটি পিস্তল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি সাগরপাড়া থেকে গ্রেফতার ২ যুবক সহ উদ্ধার দুটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।

ধৃতদের পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে আজ আদালতে পাঠানো হয় হবে। দুই থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News